ওকে অন্যান্য বিষয়ে আমিই গাইড করি সাধারনত এবং বউ বললো এই বিষয়েও দুলাভাই হিসেবে আমার দায়িত্ব আছে। সে নিজে অতটা ভালো বলতে পারবে না। তাই শ্বশুরবাড়ীর সবাই চায় দুলাভাই হিসেবে আমিই মিলিকে এই নার্ভাস অবস্থা থেকে স্বাভাবিক করা। বিড়ালের গলায় ঘন্টাটা আমাকে বাধতে হবে। নিমরাজী হলাম। বললাম বড়জোর তিনদিন চেষ্টা করবো, এতে না হলে হবে না।